জাপানে বর্ষবরণ অনুষ্ঠানে চলন্ত ভ্যান নিয়ে হামলা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারী ২০১৯ ১২:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩১ বার।

জাপানের টোকিও শহরের বিখ্যাত একটি জনবহুল সড়কে নতুন বছর উদযাপনরত মানুষের ওপর একটি চলন্ত ভ্যান তুলে দেওয়া হয়েছে। সোমবার মধ্যরাতে টোকিওর ফ্যাশন হাউস সমৃদ্ধ জেলা হারাজুকুতে এ ঘটনা ঘটে। এতে আট জন আহত হয়েছে।

আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় কাজুহিরো কুসাকাব নামের ২১ বছর বয়সী এক যুবকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেফতার যুবক খুনের পরিকল্পনা নিয়ে এ সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে।

সূত্র আরও জানায়, ঘটনার সময় সড়কটিতে ভিড় ছিল, যাদের অধিকাংশই নতুন বছরের প্রার্থনায় যোগ দিতে একটি মন্দিরে যাচ্ছিলেন। এজন্য ওই সড়কে যানবাহন চলাচলও নিয়ন্ত্রিত ছিল তখন।

খবর  সমকাল অনলাইন