বগুড়ায় আমরা ক'জন শিল্পীগোষ্ঠির আয়োজনে নৃত্যগুরু বুলবুল চৌধুরীর সার্ধশত জন্মবার্ষিকী পা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০১ জানুয়ারী ২০১৯ ১২:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৮ বার।

দেশবরেণ্য নৃত্যগুরু বুলবুল চৌধুরী’র সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র আয়োজনে আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার বিকালে শহরের মালতীনগরস্থ পুরাতন শিল্পকলা একাডেমী মিলনায়তনে  আব্দুল মোবিন জিন্নাহ্-এর সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়া জেলা শাখা’র সভাপতি জর্জেট বুলবুল ব্যাপারী, অধ্যাপক অনামিকা পাল, নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ, আশিকুজ্জামান রিপন, সাব্বির আহম্মেদ দোয়েল, সুরাইয়া মোস্তারী অন্তি, মুস্তারিন হাসান মুমু প্রমুখ। 
আলোচনা সভা শেষে মাহাবুব হাসান সোহাগ-এর পরিচালনায় নৃত্যাংশে অংশ নেয় মার্জিয়া সুলতানা মেঘা, নওশীন সাইয়ারা নুহা, অনন্যা বসাক, সামিহা আমরীন, সারজারা ইসলাম পূর্ণতা, দিপা মনি দাস, প্রীতি আইন্দী, দিপান্বিতা রায় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নৃত্যশিল্পী মাসুকুর রহমান সুরুজ।