বর্ষসেরা আফ্রিকান ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় সালাহ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারী ২০১৯ ০৬:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৫ বার।

গত ডিসেম্বরে টানা দ্বিতীয়বার বিবিসি’র বর্ষসেরা আফ্রিকান ফুটবলারের মর্যাদা পান মোহাম্মদ সালাহ। এবার টানা দ্বিতীয়বার আফ্রিকান ফুটবল ফেডারেশনের (সিএএফ) বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে থাকছেন লিভারপুলের ফরোয়ার্ড। এবারও তার প্রতিদ্বন্দ্বী ক্লাব সতীর্থ ও সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানে এবং আর্সেনালের গ্যাবন স্ট্রাইকার পিয়েরে এমেরিক অবেমেয়াং।

আগামী সপ্তাহে সেনেগালের ডাকারে জমকালো আয়োজনের মাধ্যমে ২০১৮ সালের বিজয়ীর হাতে দেওয়া হবে আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। গতবারও সংক্ষিপ্ত তিনজনের তালিকায় ছিলেন প্রিমিয়ার লিগের এই তারকাত্রয়ী, পুরস্কার উঠেছিল সালাহর হাতে।

গতবারের বিজয়ী সালাহ ২০১৮ সাল দারুণ কাটিয়েছেন। ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগের এক মৌসুমে গোলের রেকর্ড ভেঙেছেন তিনি। মিশরীয় ফরোয়ার্ড লিভারপুলকে তুলেছেন চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। তার ক্লাব এই বছর শেষ করেছেন লিগের শীর্ষ দল হিসেবে। এই মৌসুমে ১৩ গোল করে এখন লিগের দ্বিতীয় শীর্ষ গোলদাতা সালাহ।

সালাহর ক্লাব সতীর্থ ও সেনেগালের ফরোয়ার্ড মানে রেডদের সাফল্যে দারুণ ভূমিকা রেখেছেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করেন তিনি। অবশ্য দুজনের দল মিশর ও সেনেগালের কেউই গ্রুপের বাধা পার হতে পারেনি।

সালাহ ও মানের আরেক প্রতিদ্বন্দ্বী অবেমেয়াং বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ইংল্যান্ডে পা রেখে দারুণ পারফর্ম করছেন। গত মৌসুমে নতুন ক্লাবে এসে ১০টি প্রিমিয়ার লিগ গোল করেছেন। এবার এখন পর্যন্ত সালাহ ও হ্যারি কেইনকে পেছনে ফেলে ১৪ গোল করে লিগে শীর্ষ গোলদাতা গ্যাবনের এই স্ট্রাইকার। গোল ডটকম