১৫ ফেব্রুয়ারি আসছে ‘শাহেনশাহ’

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারী ২০১৯ ১২:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০৪ বার।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেশের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের নতুন ছবি ‘শাহেনশাহ’। ইতোমধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে এখন বাকী কেবল তিনটি গানের শুটিং। এ মাসেই গানগুলোর শুটিং শেষ হবে বলে সমকাল অনলাইনকে জানালেন ছবিটির পরিচালক শামিম আহমেদ রনি। 

গত ২৩ অক্টোবররে এফডিসিতে শুরু হয় ‘শাহেনশাহ’র শুটিং। এরপর ঢাকা ও ঢাকার আশেপাশে টানা শুটিংয়ের ফলে দ্রুত শেষ হয় ছবিটির শুটিং। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও নবাগতা রোদেলা জান্নাত।  

 

 

‘শাহেনশাহ’ ছবির একটি শুটিংয়ের দৃশ্য

 

লায়লা ও প্রিয়া দুটি চরিত্রে দেখা যাবে ছবির দুই নায়িকাকে। এই লায়লা আর প্রিয়ার রসায়ন নিয়েই শাহেনশাহ মন ভরাবে দর্শকদের। এমনটিই আশা করছেন পরিচালক। রনি বলেন,‘ শাহেনশাহ’র শুটিং শেষ। পুরো ছবিটিই এফডিসিতে ও ঢাকার বাইরে ব্যায়বহুল সেট বানিয়ে নির্মাণ করা হয়েছে। এখন তিনটি গানের শুটিং করবো। দেশের বাইরের নামকরা   কোন একজন কোরিওগ্রাফার গানগুলোর কোরিওগ্রাফি করবেন। এরপরই ১৫ ফেব্রুয়রি মুক্তি দেয়া হবে। এটি একটি আধুনিক সিনেমা। মৌলিক গল্পের সিনেমা। বলিউডে অমিতাভ বচ্চনকে ‘শাহেনশাহ’ বলা হয়। এই ছবিটি মুক্তির পর আশা করি আমাদের শাকিব খানও দর্শকদের কাছে শাহেনশাহ হয়ে উঠবেন।’

এদিকে ‘শাহেনশাহ’ ছবিতে ট্র্যাডিশনাল গেটআপে দেখা যাবে রোদেলাকে। ছবিটি নিয়ে তিনি বলেন, ‘প্রথম ছবিতে নায়ক হিসেবে শাকিব খানকে পেয়েছি। এটা আমার জন্য অবশ্যই সৌভাগ্যের।নতুন হলেও চেষ্টা করেছি ভালো কিছু করার। সবার সহযোগিতায় আশা করি ভালো কিছু দেখতে পাবেন শাহেনশাহতে।’

 

 

এমন জমকালো আয়োজনে মহরত হয়েছিল ‘শাহেনশাহ’র

 

থাইল্যান্ডে আগেই একটি গানের কাজ শেষ হয়েছে বলে জানান পরিচালক। এখন বাকী থাকা গানগুলোর শুটিং শুরু হবে। এর আগে গত বছরের ৫ সেপ্টেম্বর ঢাকার অভিজাত হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘শাহেনশাহ’ ছবির মহরত অনুষ্ঠান। ছবিটিতে ঢাকাই চলচ্চিত্রের বেশ ক’জন বাঘা বাঘা অভিনেতা অভিনয় করেছেন। এরমধ্যে রয়েছেন ছবিতে আরও অভিনয় করছেন, তারিক আনাম খান, চিত্রনায়ক উজ্জল, মিশা সওদাগর,আহমেদ শরিফ। আরও রয়েছেন অনুভব মাহবুব, লিটন হাসমিসহ অনেকেই। 

ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। শাহেনশাহ’র ডিজিটাল কনটেন্ট পার্টনার হিসেবে রয়েছে লাইভ টেকনোলজিস।