শেরপুরে নির্বাচনী সহিংসতার ঘটনায় বিএনপি-জামায়াতের ৪৫নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারী ২০১৯ ১৩:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৩৮ বার।

বগুড়ার শেরপুর উপজেলায় নির্বাচনী সহিংসতার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কুসুম্বী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন। যার নং-০১। উক্ত মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, শেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েল, জামায়াত নেতা আব্দুল হাইসহ বিএনপি-জামায়াতের ৪৫জন নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ৩০-৩৫জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার বাদি আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম জানান, উপজেলার কুসুম্বী ইউনিয়নের টুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে উল্লেখিত ব্যক্তিরা নাশকতার উদ্দেশ্যে হামলা চালায়। এমনকি কেন্দ্র দখল করে ভোটারদের মারপিট করতে থাকেন। একইসঙ্গে জালভোটও দেন। এসময় তারা অস্ত্রসস্ত্রে সজ্জিত ছিলো। একপর্যায়ে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী মো. সুজন (২৮), শহিদুল ইসলাম (৪২), মো. বাদশা (৪২), মো. শাহীন (৪০) ও মো. নজরুল ইসলাম ওরফে শাহ আলম এসে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি-জামায়াতের সশস্ত্র সন্ত্রাসীরা তাদের বেধড়ক মারপিট করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, মামলায় অভিযুক্তরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে বলে এই কর্মকর্তা দাবি করেন।