ফিরেই এক ওভারে পাঁচ ছক্কা নিশামের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারী ২০১৯ ০৭:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৫ বার।

নিউজিল্যান্ডের হয়ে জিমি নিশাম তার শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ২০১৭ সালের জুন মাসে বাংলাদেশের বিপক্ষে। এরপর শ্রীলংকার বিপক্ষে বৃহস্পতিবার ঘরের মাঠ বে ওভালে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে ফেরেন তিনি। দীর্ঘ দেড় বছর পর দলে ফেরার মুহূর্ত দুর্দান্ত এক ইনিংস খেলে স্মরণীয় করে রাখলেন এই পেস অলরাউন্ডার।

লংকানদের বিপক্ষে তিনি মাত্র ১৩ বলে হার না মানা ৪৭ রানের ইনিংস খেলেছেন। তার খেলা ইনিংসে চার নেই একটিও। ছক্কা হাঁকিয়েছেন ছয়টি। এরমধ্যে নিশান ইনিংসের ৪৯তম ওভারে লংকান পেস অলরাউন্ডার থিসারা পেরেরাকে মেরেছেন পাঁচটি ছক্কা। নিশাম অবশ্য এক ওভারে ছয় ছক্কা মারার দারুণ এক সুযোগ পেয়ে যান কিন্তু তা কাজে লাগাতে পারেননি তিনি।

প্রায় দেড় বছর পর ওয়ানডে দলে ফিরে এক ওভারে পাঁচ ছক্কা মারার পথে জিমি নিশাম। ছবি: এএফপি

কিউই অলরাউন্ডার পেরেরার করা ওই ওভারে পরপর চারটি ছক্কা হাঁকান। এরপর পঞ্চম বলটি নো হয়। কিন্তু নিশাম ওই বলে কোন রান নিতে পারেননি। এরপর ফ্রি হিট বলে আবার ছক্কা মারেন তিনি। পাঁচ বলেই হয়ে যায় পাঁচ ছক্কা। শেষ বলটায় ছক্কা মারতে পারলেই হয়ে যেত ছয় ছক্কা। কিন্তু নিশাম ওই বল থেকে নিতে পারেন এক রান। থিসারা তার করা এক ওভারে ৩২ রান দেন। আর ১০ ওভারে ৮০ রান দিয়ে নেন ২ উইকেট। 

নিশামের এই দুর্দান্ত ইনিংস এবং মার্টিন গাপটিলের ১৩৮ রানের ইনিংসের ওপর ভর করে ৭ উইকেটে ৩৭১ রানের বড় সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। এছাড়া দলের এই বড় সংগ্রহের পথে অধিনায়ক কেন উইলিয়ামসন ৭৬ এবং রস টেলর ৩৭ বলে ৫৪ রান করেন। বড় এই রান তাড়া করতে নেমে ভালো শুরু করেন দুই লংকান ওপেনার গুনাথিলাকা এবং ডিকভেলা। তারা ১৭.৪ ওভারে ১১৯ রানে প্রথম উইকেট হারায়।