জনসাধারণের চলাচলের পথ বেআইনিভাবে ব্যবহারের অপরাধে বগুড়ায় ২ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

অসীম কুমার কৌশিক
প্রকাশ: ০৩ জানুয়ারী ২০১৯ ১২:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬১ বার।

অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং জনসাধারণের চলাচলের পথ বেআইনিভাবে ব্যবহারের অপরাধে বগুড়ায় দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে সদর থানার জয়পুরপাড়া এলাকার মাসুদ রানা (৫০) এবং সিরাজ (৫০) কে মোট ২৫ হজার ৫ শত টাকা অর্থদন্ড দেওয়া হয়। বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের সহযোগিতায় ওই আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ মন্ডল।

বগুড়া এপিবিএনের  পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন ঘন্টার ওই অভিযানে  অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে মাসুদ রানাকে ২৫ হাজার টাকা এবং জনসাধারণের পথ বেআইনিভাবে ব্যবহারের অপরাধে সিরাজকে ৫ শত টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।