বগুড়ায় নতুন আক্রান্ত ৪, সুস্থ ৪২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০ ০৭:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৪৭ বার।

বগুড়ায় গেল ২৪ ঘন্টায় ২৩ নমুনার ফলাফলে ৪জন করোনায় শনাক্ত হয়েছেন। একই সময়ে জেলায় নতুন করে সুস্থ হয়েছেন ৪২জন। এছাড়া করোনায় নতুন করে কারও মৃত্যু ঘটেনি। নতুন আক্রান্ত ৪জনের মধ্যে সদরের ২জন, দুপচাঁচিয়া একজন ও শিবগঞ্জের বাসিন্দা একজন। শুক্রবার দুপুর ১টায় এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা: তুহিন জানান, ১৫ অক্টোবর, জেলায় দু'টি পিসিআর ল্যাবে ২৩টি নমুনা পরীক্ষা করা হয়। টিএমএসএস মেডিকেল কলেজে ১০টি নমুনায় ২টি পজিটিভ এবং বাকি ১২টি নমুনা পরীক্ষা হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের জিন এক্সপার্ট মেশিনে। যেখানে দুইটি নমুনার ফলাফল পজিটিভ এসেছে। 

এই নিয়ে জেলায় সরকারি তথ্যানুযায়ী মোট ৭ হাজার ৮০৭জন করোনায় আক্রান্ত এবং ৭ হাজার ৮১জন সুস্থ হলেন। এছাড়া নতুন করে কেও মারা না যাওয়ায় মোট মৃত্যু ১৮৮জনেই অপরিবর্তিত রয়েছে। এখন জেলায় বর্তমানে করোনার রোগী হিসেবে চিকিৎসা নিচ্ছেন ৫৩৮জন।