শাজাহানপুরের বিভিন্ন এলাকায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০ ১৩:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৪ বার।

সারা দেশের ন্যায় গতকাল শনিবার সকালে বগুড়ার শাজাহানপুরে মাদলা, মাঝিড়া, আড়িয়া, আমরুল, চোপীনগর, খোট্টাপাড়া, গোহাইল, খরনা, আশেকপুর এবং সুলতানগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীনের সভাপতিত্বে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাও: আব্দুস সালাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি সাজেদুর রহমান সবুজ। বিট অফিসার এস.আই ডেভিট হেমাদ্রি বর্ম্মা’র সঞ্চালনায় অনুষ্ঠানে ইউপি সদস্য তারেক হোসেন সুমন, আবু জাফর, আফজাল হোসেন বাচ্চু সহ সুশীল সমাজের প্রতিনিধি, নারী নেতৃত্ব, স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। অপরদিকে আড়িয়া ইউপি ভবন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু। সাইফুল ইসলাম লিটনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্টু, বিট অফিসার আরমান হোসেন সাম্মাক, সহকারি বিট অফিসার আলম মিয়া,  ইউপি সদস্য মাসুদ রানা, তাজুল ইসলাম প্রমুখ।