শেরপুরে নারী কল্যাণ সমিতির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঘর বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০ ১৩:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৮ বার।

বগুড়ার শেরপুরে হতদরিদ্র ছয়টি পরিবারকে বিনামূল্যে চারচালা টিনের ঘর বিতরণ করা হয়েছে। শনিবার (১৭অক্টোবর) দুপুরে বেসরকারি এনজিও সংস্থা গাড়ীদহ নতুনপাড়া নারী কল্যাণ সমিতির উদ্যোগে এসব ঘর বিতরণ করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হতদরিদ্রদের পরিবারের মাঝে ঘর বিতরণ উপলক্ষ্যে উপজেলার দশমাইল রহমাননগরস্থ সংগঠনটির কার্যালয় প্রাঙণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু। স্থানীয় ইউপি চেয়ারম্যান দবির উদ্দীনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, গাড়ীদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মোজাম, সহ-সভাপতি মোকাব্বর হোসেন, হাফিজার রহমান টিটু, ক্রীড়া সম্পাদক শাফিউল ইসলাম শামিম, সমাজসেবক আব্দুস সাত্তার, অত্র গাড়ীদহ নতুনপাড়া নারী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শামছুন্নাহার, প্রকল্প পরিচালক আব্দুস সামাদ প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান ও আমন্ত্রিত অতিথিরা উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রামনগর, ভদ্রপাড়া, কলতাপাড়া, তালপট্টী, ক্ষিলাআরা, রহমান নগর গ্রামের হতদরিদ্র আকলিমা বেওয়া, ফিরোজ হোসেন, জয়গুণ বেগম, জীবননাহার খাতুন, ঝর্ণা খাতুন ও জেসমিন আক্তারকে চারচালা টিনের ঘর ও নির্মাণ সামগ্রী তুলে দেন।