রোববার থেকে শুরু হচ্ছে শজিমেকে করোনা পরীক্ষা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০ ১৩:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৮২ বার।

দশদিন বন্ধ থাকার পর রোববার(১৮ অক্টোবর) থেকে আবারও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক)  আরটি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু হবে।  বিষয়টি নিশ্চিত করেছেন শজিমেকের নিউরো সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক এবং উপাধ্যক্ষ ডা. সুশান্ত কুমার সরকার।  


যান্ত্রিক ত্রুটির কারণে গত ৭ অক্টোবর থেকে শজিমেকের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা বন্ধ হয়। প্রথম অবস্থায় তিনদিন পর সেটি ঠিক হওয়ার কথা থাকলেও ঢাকায় নিয়ে ঠিক করতে দশদিন লেগে যায়। মেশিনটি নষ্ট থাকার কারণে জেলা স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন উপজেলায় নমুনা সংগ্রহ করা বন্ধ রাখা হয়েছিল। শনিবার পরীক্ষামূলকভাবে শজিমেকের আরটি পিসিআর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করে ১৪টি পজিটিভ শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

উপাধ্যক্ষ ডা. সুশান্ত কুমার সরকার বলেন, আমরা ইতোমধ্যে জেলা স্বাস্থ্য দপ্তরসহ উপজেলা স্বাস্থ্য বিভাগগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, যেন আজ থেকে তারা নমুনা সংগ্রহ করে।
 

বগুড়ায় মূল আরটি পিসিআর ল্যাব বন্ধ থাকলেও বেসরকারিভাবে টিএমএসএস মেডিকেল কলেজে এবং শজিমেকের জিন এক্সপার্ট মেশিনে সীমিত আকারে করোনাভাইরাস শনাক্ত পরীক্ষা চলছে।