অতিরিক্ত আলু গুদামজাতঃ বগুড়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০ ১৪:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৯৪ বার।

অতিরিক্ত আলু গুদামজাতের অপরাধে বগুড়ায় দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ থানা এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফ আফজাল রাজন এবং রোমানা রিয়াজ। এসময় র‍্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার(সিনিয়র সহকারী পুলিশ সুপার) স্বজল কুমার সরকারসহ অন্যান্য সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। 
 

স্বজল কুমার সরকার জানান, অতিরিক্ত আলু গুদামজাতের অপরাধে করে ২০১৮ সালের কৃষি বিপনন আইন এর ১৯(১)/ঠ ধারায় ‘আর এন্ড আর কোল্ডষ্টোরেজ’ এর মালিক মোঃ আলাউদ্দিনকে ২০ হাজার টাকা এবং ‘এ,এইচ,জেড কোল্ডষ্টোরেজ’ এর মালিক আতিয়ার রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।