নওগাঁ-৬ উপনির্বাচন বাতিলের দাবিতে রোববার রানীনগর-আত্রাইয়ে বিএনপির অর্ধদিবস হরতাল ঘোষণা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০ ১৫:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৬ বার।

নওগাঁ-৬(রানীনগর-আত্রাই) আসনের উপ-নির্বাচন বাতিলের দাবিতে আত্রাই ও রানীনগর এলাকায় রোববার অর্ধদিবস হরতালের ঘোষনা করেছে জেলা বিএনপি। 
ফলাফল ঘোষনার পর শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল বের করে। শেষে শহরের মুক্তির মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে আত্রাই রানীনগর উপজেলায় অর্ধ দিবস হরতালের ডাক দেয় জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান। সমাবেশে বক্তারা বলেন বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আত্রাই দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই নির্বাচন সরকারের প্রহসনের নির্বাচন, পূর্ব কল্পিত নির্বাচন বলে আখ্যায়িত করে নির্বাচন বর্জন করে। ওই নির্বাচন বাতিল করে নতুন করে অবাধ সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
এসময় জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে বিএনপি নেতা নাজমুল হক সনি,জাহিদুল ইসলাম ধলু,শহিদুল ইসলাম টুকু,মামুনুর রহমান রিপন।