গ্রিজমান-এমবাপ্পেকে হারিয়ে বর্ষসেরা রোনালদো

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারী ২০১৯ ১৪:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৪ বার।

অ্যাতলেটিকো মাদ্রিদের আঁতোয়া গ্রিজমান ও পিএসজির কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে রেকর্ড পঞ্চমবারের মতো গ্লোব সকার অ্যাওয়ার্ড ঝুলিতে পুরেছেন জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ফিফার বর্ষসেরা ও ব্যালন ডি’অরের পর ফুটবলের তৃতীয় মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হিসেবে বিবেচিত হয় এই পুরস্কার।

বর্ষসেরার পুরস্কারের পাশাপাশি ভক্তদের ভোটেও সেরা নির্বাচিত হয়েছেন রোনালদো। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত এই পুরস্কার বিতরণী মঞ্চে সেরা এজেন্ট হিসেবে পুরস্কৃত হয়েছেন রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেস।

এই নিয়ে টানা তৃতীয়বারের মতো এবং সবমিলিয়ে পঞ্চমবারের মতো এই সম্মানে ভূষিত হলেন পর্তুগিজ উইঙ্গার। 

এদিকে ফরাসি গ্রেট জিনেদিন জিদান, অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে, লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ ও জুভেন্টাসের মাসিমিলিয়ানো অ্যালেগ্রির মতো কোচদের পেছনে ফেলে বর্ষসেরা কোচের পুরস্কার ঘরে তুলেছেন বিশ্বকাপজয়ী ফরাসি কোচ দিদিয়ের দেশম।

কোচ বা খেলোয়াড়ের পুরস্কার মিস হলেও বর্ষসেরা ক্লাবের পুরস্কার গেছে অ্যাতলেটিকো মাদ্রিদের ঘরে। 

এছাড়া ফুটবলে অবদান রাখায় বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে তিন ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও, ফ্যাবিও ক্যাপেলো এবং বোবানকে।