সিইএস মেলায় আসছে গোটানো যায় এমন টিভি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারী ২০১৯ ১৩:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩২ বার।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসছে পৃথিবীর বৃহত্তম প্রযুক্তি সম্মেলন কনজিউমার ইলেকট্রিকস শো (সিইএস)। এবারের শোতে গোটানো যায় এমন টিভি নিয়ে বেশ আলোচনা থাকবে। গত বছর এলজি ৬৫ ইঞ্চি ডিসপ্লে অবমুক্ত করে যা কাগজের মতো মোড়ানো যায়। ওএলইডি ডিসপ্লে ছিল সেটি যা ফোর-কে রেজুলেশন সমর্থন করে। সব মিলিয়ে বলা যায়, ভাঁজ করা যায় এমন টিভি এবার বেশ আলোচনায় থাকবে। 
ব্লুমবার্গের রিপোর্ট থেকে জানা যায়, এলজি এ বছর ফোল্ডিং টিভি চালু করার পরিকল্পনা করছে। প্রতিবারের মতো এবারও নতুন নতুন স্মার্টফোন বাজারে আসবে। ফোন নির্মাতা কোম্পানিগুলো সাধারণত ফেব্রুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি)-তে তাদের নতুন ফোন ছাড়ে। কিন্তু এর অর্থ এই নয় যে সিইএস নতুন ফোন দেখতে পাবে না।
প্রদর্শনীতে সনি একটি ফাইভজি সাপোর্ট করে এমন স্মার্টফোন চালু করবে। শুধু তাই নয় থাকছে ভাঁজ করা স্মার্টফোনও। চিপ নির্মাতা প্রতিষ্ঠান এএমডি সম্প্রতি ঘোষণা করেছে, এবারের প্রদর্শনীতে তারা সর্বশেষ প্রজন্মের রাইজেন প্রসেসর প্রদর্শন করবে। এন্ট্রি-লেভেল কম্পিউটিং ডিভাইসের জন্য তিনটি নতুন চিপ বাজারে ছাড়বে তারা। সঙ্গে নুতন গ্রাফিকস কার্ডও চালু করতে পারে।
এবারের প্রযুক্তি প্রদর্শনীতে স্মার্ট হাউজ নিয়েও নানা আয়োজন থাকছে। গত বছরও এই স্মার্টহোম ছিল বড় আকর্ষণ। শোতে গুগল থেকে অ্যামাজন সবাই স্মার্ট হোম স্পিকার এবং ভয়েস নিয়ন্ত্রিত স্মার্ট ডিভাইস আনতে যাচ্ছে। এবার স্ব-নিয়ন্ত্রিত ভিআর (ভার্চুয়াল রিয়েলিটি) ডিভাইসও থাকবে। প্রতিবছর ৮ জানুয়ারি এই প্রযুক্তি শো শুরু হয়। যা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। 

খবর বাংলা ট্রিবিউন