আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে ইরানের হস্তক্ষেপ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারী ২০১৯ ০৫:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৭ বার।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি বলেছেন, আফগানিস্তানকে শান্তির জন্য সব রকমের সহযোগিতা করা হবে। শনিবার আফগানিস্তানে সফরকালে তিনি এসব কথা বলেন।

শনিবার তিনি আফগানিস্তানের রাজধানী কাবুলে পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ে ইদ্রিস জামানের সঙ্গে দেখা করেন।

পরে আগারসি ও তার প্রতিনিধিদল আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে প্রেসিডেন্টের বাসভবনে দেখা করেন।

এ সময় দু'দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। আফগানিস্তানের শান্তি ফিরিয়ে আনতে বিভিন্ন বিষয়ে দু'দেশের সঙ্গে মতবিনিময় হয়। আলোচনায় কীভাবে সাবাহার পোর্ট ব্যবহার উপযোগী করা যায়, সে বিষয়টিও প্রাধান্য পায়। প্রেসিডেন্ট কার্যালয় সূত্রের বরাত দিয়ে ইয়ানি সাফাকের এক প্রতিবেদনে এসব বলা হয়।

ইরানি উপমন্ত্রী এ সময় প্রেসিডেন্ট গণির সঙ্গে তালেবানের বিবৃতি নিয়ে আলোচনা করেন।

চলতি সপ্তাহের আগে ইরানের সঙ্গে তালেবান প্রতিনিধি বৈঠক করে। ওই সময় আফগানিস্তানে কীভাবে শান্তি ফিরিয়ে আনা যায়, এ বিষয়টি প্রাধান্য পায়।