জটিল সমীকরণের বেড়াজালে আর্জেন্টিনা!

জুবায়ের হাসান:
প্রকাশ: ২৫ জুন ২০১৮ ১২:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪০৬ বার।
 দেশ
জয়
ড্র
পরাজয়
পয়েন্ট
 গোল পার্থক্য
ক্রোয়েশিয়া

-
-

+৫/০=+৫
নাইজেরিয়া

-


+২/-২=০
আইসল্যান্ড
-



+১/-২=-১
আর্জেন্টিনা
-



+১/-৩=-২


উপরের পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করুন এবং আর্জেন্টিনার রাশিয়া বিশ্বকাপ-২০১৮-এর দ্বিতীয় পর্বে ওঠার সমীকরণ বিশ্লেষণ করুন।
২৬ জুন, ২০১৮ দিবাগত রাত ১২টায় আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া ম্যাচ। অন্যদিকে, একই দিনে একই সময়ে আইসল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ম্যাচ। এই চারটি দলের ‘ডি’ গ্রুপ থেকে ক্রোয়েশিয়া ইতিমধ্যেই ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্বের টিকিট নিশ্চিত করেছে। বাকি তিনটি দল আর্জেন্টিনা (১ পয়েন্ট), নাইজেরিয়া (৩ পয়েন্ট) এবং আইসল্যান্ড (১ পয়েন্ট)-এর মধ্যে যে কোন একটি দলের দ্বিতীয় পর্বে ওঠার সুযোগ রয়েছে। এক্ষেত্রে রোমাঞ্চকর সমীকরণটি হল আর্জেন্টিনাকে দ্বিতীয় পর্বে উঠতে হলে নাইজেরিয়াকে হারাতেই হবে। এরপর তাকিয়ে থাকতে হবে আইসল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার ম্যাচের দিকে। সেই ম্যাচে আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে যায় অথবা ড্র করে তবেই আর্জেন্টিনা ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্বে উঠতে পারবে। কারণ তখন আইসল্যান্ডের পয়েন্ট হবে ১ অথবা ২। কিন্তু যদি এমন হয় আর্জেন্টিনা নাইজেরিয়াকে হারাল এবং আইসল্যান্ডও ক্রোয়েশিয়াকে হারাল। তখন কি হবে? সেক্ষেত্রে উভয় দলের পয়েন্ট ৪ হয়ে যাবে এবং গোল গড় হিসাবে এগিয়ে থাকা দলটি দ্বিতীয় পর্বে উঠে যাবে। তবে সবচেয়ে ভাল অবস্থানে আছে নাইজেরিয়া। সে যদি আর্জেন্টিনাকে হারিয়ে দেয় তবে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্বে উঠে যাবে। তাকে আর আইসল্যান্ড -ক্রোয়েশিয়ার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে না। তবে নাইজেরিয়া যদি আর্জেন্টিনার বিপক্ষে ড্র করে, তাহলে নাইজেরিয়ার পয়েন্ট হবে ৪। তখন নাইজেরিয়াকে আইসল্যান্ড-ক্রোয়েশিয়ার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতে যায়, তবে নাইজেরিয়ার মত আইসল্যান্ডেরও পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে গোল গড়ে এগিয়ে থাকা দলটি দ্বিতীয় পর্বে যাবে। কিন্তু যদি আইসল্যান্ড ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র অথবা হেরে যায, তাহলে নাইজেরিয়া ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্বে উঠে যাবে। সুতরাং আর্জেন্টিনা নাইজেরিয়া ও আইসল্যান্ডের মধ্যে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে নাইজেরিয়া। দু’টি ম্যাচই একই সময়ে হওয়ায় আর্জেন্টিার ডাগ আউটে থাকা খেলোয়াড় কোচ ও কর্মকর্তাদের টেলিফোনিক যোগাযোগ রাখতে হবে আইসল্যান্ড-ক্রোয়েশিয়ার ম্যাচের সর্বশেষ আপডেট সম্পর্কে। এটা আর্জেন্টিনার জন্যে বাড়তি একটা চাপ। সবাই এই রোমাঞ্চকর মুুহূর্ত দেখার অপেক্ষায় থাকবেন। আর্জেন্টিনার জন্য এটাই বিশ্বকাপ ফাইনাল ম্যাচ! [email protected]