বগুড়ায় করোনা আক্রান্ত ৮ হাজার ছাড়াল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০ ০৫:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৭ বার।

বগুড়ায় করোনা আক্রান্ত ৮ হাজার ছাড়াল। গত ২৪ ঘন্টায় ১৯৭টি নমুনার ফলাফলে নতুন করে ১৮জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৯দশমিক ১৩শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২০জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ১৮জনের মধ্যে ১৪জন সদরের, গাবতলী ২জন,  বাকি দুইজন সারিয়াকান্দি ও শিবগঞ্জে।

সোমবার সকাল ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। 

ডা. তুহিন জানান, ২৫ অক্টোবর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনায় ১৮জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৯টি নমুনায় সবগুলো নেগেটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮হাজার ৯জন এবং সুস্থতার সংখ্যা ৭হাজার ২৯৭জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ১৯৩জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫১৯জন।