বগুড়ায় করতোয়া নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে মানববন্ধন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৬ জানুয়ারী ২০১৯ ১২:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১২ বার।

শেখ শরিফ উদ্দীন সুপার মার্কেট ও টিএমএসএস মহিলা মার্কেটের রাস্তা বন্ধ করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ ও করতোয়া নদীর উপর জনস্বার্থে ব্রীজ নির্মাণের দাবীতে  মানববন্ধন করে নবাববাড়ী রোড ব্যবসায়ীরা। 
রবিবার বগুড়া শহরের সাতমাথায় ওই মানববন্ধনে বক্তব্য রাখেন নবাববাড়ী ব্যবসাযী সমিতির নেতা তৌফিকুল আলম লিটন,জাকিরুল ইসলাম মিঠু,আব্দুল বাছেদ,শেখর রায়,ফজলে রাব্বী,বিশ্বনাথ কুন্ডু,ওয়াদুদ মুকুল, মাসুদুর রহমান,শহিদুল ইসলাম,কামাল হোসেন,নূর আলম এবং  মিনহাজ।   মানববন্ধনে বক্তরা বলেন,  শেখ শরীফ উদ্দিন সুপার মার্কেট ও টিএমএসএস মহিলা মার্কেটের রাস্তা বন্ধ করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। অবৈধ স্থাপনা নির্মাণের ফলে করতোয়া নদীর উপর ব্রীজ নির্মাণের অনিশ্চয়তা দেখা দিয়েছে। বগুড়ায় ঐতিহ্যবাহী করতোয়া নদীর নবাববাড়ী সংলগ্ন পশ্চিম তীরে তিনটি মার্কেট রয়েছে। এই মার্কেটের মাঝ বরাবর পৌরসভার পাকা সড়কের শেষ মাথায় এবং করতোয়া নদীর পূর্ব তীরে চেলোপাড়া আবাসিক এলাকায় মিশন স্কুল সংলগ্ন একটি রাস্তা রয়েছে। পূর্ব ও পশ্চিম তীরের রাস্তার সংযোগ স্থলে সরকারের একটি ব্রীজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর আগে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর থেকে ব্রীজ নির্মাণের প্রাথমিক কাজ অনুযায়ী একজন ইঞ্জিনিয়ার মাটি পরীক্ষা করেছে। শেখ শরিফ উদ্দীন সুপার মার্কেটের পরিচালক আনোয়ার হোসেন রানা অবৈধ ভাবে রাস্তা দখল করে সরিফা ট্রেড সেন্টার নামে একটি টাইলসের দোকান করায় ব্রীজ নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ব্রীজটি নির্মাণ হলে তিনটি মার্কেটের বিক্রি বাড়বে এবং উভয় পাশের জনসাধারণের চলাচলের সুবিধা হবে।
ব্যবসায়ীরা অবিলম্বে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।