ইউনিয়ন পরিষদ নির্বাচনে সান্তাহারের সফল নারী উদ্যোক্তা তৃপ্তি নৌকার হাল ধরতে চান

আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০ ১১:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫০৩ বার।

মানুষ মানুষের জন্য এই ব্রতকে সামনে রেখে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হয়ে চেয়ারম্যান পদে প্রতিন্দন্দিতা করতে চান সফল নারী উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী নাহিদ সুলতানা তৃপ্তি। তিনি ২০০৯ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সফল নারী আত্মকর্মের জন্য রাজশাহী বিভাগের শ্রেষ্ট হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে জাতীয় যুব সম্মাননা পুরস্কার লাভ করেন। এলাকার সফল আত্মকর্মের শ্রেষ্ট নাহিদ সুলতানা তৃপ্তি শুধু ব্যবসায়ীক কাজেই সাফলতা পাননি, তিনি করোনা সংক্রমনে, বন্যায় ক্ষতিগ্রস্থ্য, শীতবস্ত্র বিতরণসহ নানা বিপর্যয়ের মাঝেও জনগনের পাশে থেকে গরীব অসহায়দের শুধু আর্থিক সহায়তাই নয়, সময় ও পরিশ্রম করে জনগনের সর্বদা পাশে থেকে সেবাদান করে আসছেন। তাই তিনি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার শরিক হতে তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশি^বাদ ও স্থানীয় নেতাকর্মিদের সার্বিক সহযোগীতায় সান্তাহার ইউনিয়নবাসির দোয়া নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হয়ে সান্তাহার ইউনিয়নের জনগনের আরও সানিধ্যে পৌঁছে চেয়ারম্যান পদে প্রতিন্দন্দিতা করে কাজ করতে চান।