নওগাঁয় দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব সমাপ্ত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০ ১২:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৫ বার।

নওগাঁয় করোনার কারনে সকল স্বাস্থ্যবিধি মেনে মন্ডপে মন্ডপে দর্পণ বিসর্জন পূজা ও দেবীর পায়ে চন্দন,ধুপ আর সিঁদুর নিবেদনের মধ্য দিয়ে জেলার ৭৪৮টি মন্ডপে আয়োজিত ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব সমাপ্ত হয়েছে। সোমবার সকাল থেকে মন্ডপে মন্ডপে সনাতন ধর্মালম্বী সম্প্রদাযের গৃহবধুরা একে অপরকে সিঁদুর মাখিয়ে তারা সিঁদুর খেলায় মেতে উঠেন। তবে করোনার কারনে অধিকাংশ মন্ডপে এই সিঁদুর খেলার আয়োজন ছিল না। এসময় পুরোহিতের মন্ত্রপাঠ আর থেমে থেমে উলু ধ্বনি মন্ডপ গুলোতে সৃষ্টি হয়েছিল আবেগঘন পরিবেশ। আর এর মধ্য দিয়ে দেবী দূর্গাকে বিদায় জানায় ভক্তরা। বিকালে শহরের ছোট যমুনা নদীতে নৌকায় প্রতিমা উঠানোর পর  নৌকায় ভ্রমন শেষে সন্ধ্যায় প্রতিমাকে বিসর্জন দেয়া হয়। পুরোহিতরা জানায় এবার দেবী এসেছিলেন দোলায় চড়ে,ফিরলেন গজে চড়ে। জগতের সকল অশুভ শক্তি বিনাশ ও করোনার হাত থেকে রক্ষা পেতে মন্ডপে মন্ডপে করা হয় বিশেষ প্রার্থনা।