দুর্গাপূজায় আরতিকালে বগুড়ায় বিষাক্ত মদপানে শ্রমিকের মৃত্যু

আমিনুল ইসলাম শ্রাবণ
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০ ১৩:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৬৪ বার।

বগুড়ার ধুনট উপজেলায় দুর্গা পূজায় আরতিকালে বিষাক্ত মদপানে গোসাই মন্ডল (৪০) নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত গোসাই মন্ডল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গুরজিয়া গ্রামের খিতিস মন্ডলের ছেলে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে দুর্গা পূজা উপলক্ষে বিষাক্ত মদপান করেন পরিবহন শ্রমিক গোসাই মন্ডল। এঅবস্থায় তিনি পূজা মন্ডপ এলাকায় আরতি করতে থাকেন। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। স্বজনরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গোসাই মন্ডল মারা যান।

ধুনট উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আনোয়ারা বেগম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা নীরিক্ষা করার ব্যবস্থা না থাকায় মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। তবে বিষাক্ত তরল জাতীয় দ্রব্য সেবন করায় তার মৃত্যু হয়েছে। 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পথে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে কাজিপুর থানা পুলিশ ব্যবস্থা নিবেন।