বগুড়ার শিবগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দূর্গাপূজার সমাপ্তি

শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০ ১৩:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৮ বার।

বছর ঘুরে আবার আসার প্রতিশ্রুতি দিয়ে লাখো ভক্তকে ভারাক্রান্ত করে প্রতিমা বিসর্জন দিতে শিবগঞ্জ করতোয়া নদীতে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় একে একে প্রতিমা বিসর্জন।

তেল-সিঁদুর পরিয়ে, পান, মিষ্টি মুখে দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে করতোয়া নদীতে উপস্থিত ছিলেন ভক্ত ও অনুরাগীরা।

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, এ বছর দেবী দুর্গা মর্ত্যে এসেছেন দোলায় চড়ে। কৈলাসে ফিরে গেলেন গজে (হাতি) চেপে। এরই মধ্য দিয়ে শেষ হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ন কানু বলেন, করোনার কারনে সাস্থ্য বিধি মেনে শান্তি পূর্ন ভাবে আমরা উৎসব পালন করতে পেরেছি।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান বলেন, উপজেলায় ৫৪টি পূজা মন্ডপে শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।