অক্সফোর্ডের কোভিড-১৯ প্রতিষেধক প্রবীণদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম ?

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০ ১৬:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৮ বার।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা-পিএলসির প্রক্রিয়াধীন কোভিড-১৯ প্রতিষেধক করোনা-ভাইরাস আক্রান্ত প্রবীণদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম।

সোমবার ফিনান্সিয়াল টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক দুজন সংশ্লিস্ট ব্যক্তির বরাত দিয়ে বলা হয়, এই ভ্যাকসিনটি প্রবীণদের শরীরে প্রতিরোধকারী অ্যান্টিবডি এবং টি-কোষকে উদ্দীপিত করে। এ কারণেই এটি প্রবীণদের করোনা থেকে সৃষ্ট মারাত্নক অসুস্থতা এমনকি মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে বলে পরীক্ষায় প্রমান পেয়েছে গবেষণা দলটি।  

ফিনান্সিয়াল টাইমস বলছে, এই সংক্রান্ত একটি প্রতিবেদন একটি ক্লিনিকাল জার্নালে শিগগিরই প্রকাশ পাবে। তবে পত্রিকাটি সতর্ক করে দিয়ে বলেছে, ইতিবাচক পরীক্ষাগুলো গ্যারান্টি দেয় না- চূড়ান্তভাবে বাজারে আসলে এই ভ্যাকসিন বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে নিরাপদ এবং কার্যকর প্রমাণিত হবে।

এর আগে জুলাইয়ে পরিচালিত এক জরিপে দেখা যায়, ইমিউনোজিনিটি রক্ত পরীক্ষায় ভ্যাকসিনটি ১৮ থেকে ৫৫ বছর বয়সী মানুষদের মাঝে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে।