বগুড়ায় শীতার্তদের পাশে প্রবাসীরা 

এমদাদুল করিম চৌধুরী, লন্ডন থেকে
প্রকাশ: ০৭ জানুয়ারী ২০১৯ ০৬:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৬ বার।

দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও দেশের জন্য মন কাঁদে বেশির ভাগ প্রবাসীর। তাই তো দেশের জন্য কিছু করতে উদগ্রীব থাকেন তারা। বগুড়াসহ উত্তর বঙ্গ প্রবাসী অধ্যুষিত এলাকা না হওয়ায় এখানে তাদের কর্মকা- কম। এর মাঝেও "দি ইবতিসাম (স্মাইল)" নামের যুক্তরাজ্য প্রবাসীদের একটি সংগঠন কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে। শীত, বন্যা, রমজানমাস সহ বছরের বিভিন্ন সময় তাদের নানা কর্মসূচি চোখে পড়ে। বরাবরের মতো এবারও এই প্রচন্ড শীতে তারা অসহায় দরিদ্রদের পাশে দাঁড়িয়ে, তাদের সাথে সহযোগিতায় আছে জাপান প্রবাসী বাংলাদেশিদের সংগঠন "ওয়ামস - জাপান"।

গত কয়েক দিন ধরে বগুড়া ও গাইবান্ধার বেশ কিছু স্পটে শীতার্ত মানুষের মধ্যে কম্বল, চাদর, হুডি জ্যাকেট সহ নানা শীত বস্ত্র বিতরণ করেছে সংগঠন দুটি। এতে প্রাধান্য পেয়েছে বিভিন্ন ইয়াতিমখানা ও মাদ্রাসার শিশু কিশোররা। ছোট্ট শিশুরাও শীত বস্ত্র গুলো পেয়ে আনন্দে মেতে উঠে। তারা বছরের বিভিন্ন সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসী দাতা ও দেশী স্চ্ছোসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

"দি ইবতিসাম (স্মাইল)" এর স্থানীয় সমন্বয়ক মুহাম্মদ আশরাফুল ইসলাম বলেন নানা প্রতিকূলতার মধ্যেও তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। রংপুর, দিনাজপুর সহ উত্তর বঙ্গের প্রতিটি থানায় কাজ করার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তিনি, সেই সাথে প্রশাসনের সহযোগিতাও কামনা করেন। "দি ইবতিসাম (স্মাইল)" এর প্রধান নির্বাহী যুক্তরাজ্য প্রবাসী রাশেদা চৌধুরী মনে করেন দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি প্রবাসীদের ভূমিকা পালন করা প্রয়োজন। তিনি বলেন 'আমরা দেশের অতি দরিদ্র এলাকাগুলোতে আমাদের কাজ অব্যাহত রাখতে বদ্ধপরিকর।' তিনি এসব কাজ আরও বেগবান করতে বিভিন্ন সংগঠনের মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন। "ওয়ামস - জাপান" এর সমন্বয়ক জাপান প্রবাসী হারিস সাগর জনসেবা মূলক কাজে সকল প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। তার সংগঠন ও বগুড়া সহ উত্তর বঙ্গের মানুষের পাশে থাকবে বলে জানান তিনি।