বগুড়ায় সমাজতান্ত্রিক মহিলা ফোরামের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

দোস্ত আউয়াল
প্রকাশ: ০৭ জানুয়ারী ২০১৯ ০৭:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৯০ বার।

বগুড়ায় ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণে অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। সোমবার বেলা ১২ টায় শহরের সাতমাথায় সংগঠনটির জেলা শাখার উদ্যোগে ওই আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সমাতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক দিলরুবা নূরী। এছাড়াও বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু , মহিলা ফোরামের সদস্য সাজেদা বেগম, মনোয়ারা বেগম, ডলি রাণী এবং রাধা রাণী।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের বিক্ষোভ সমাবেশে বিগত এক বছরের নারী নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে বক্তারা বলেন, ভোটের গণতন্ত্র শেষ পর্যন্ত যখন গণধর্ষণে রুপ নেয় তখন সেখানে মানবিকতা বা গণতন্ত্র বলে আর কিছু থাকেনা। সবশেষে বক্তারা বিচারহীনতা সংস্কৃতিকে দায়ী করে পারুল বেগমের ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।