শ্রীলংকায় পুষ্টি সচেতন কৃষি ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলনে ড. হোসনে আরা বেগম

প্রেস রিলিজ:
প্রকাশ: ২৬ জুন ২০১৮ ০৯:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০০ বার।

শ্রীলংকায়  দক্ষিণ এশিয়ার পুষ্টি সচেতন কৃষি ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলনে অংশ নিয়েছেন বেসরকারি সংস্থা টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম। গত সোমবার শ্রীলংকার রাজধানী কলম্বোর তাজ হোটেলো দুই দিনের আন্তর্জাতিক ওই সম্মেলনের উদ্বোধন করেন শ্রীলংকার রাষ্ট্রপতির সচিব অস্টিন ফার্নান্দেজ।
সম্মেলনে বাংলাদেশ ছাড়াও, ভারত, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তানের সরকারি-বেসরকারি পর্যায়ের প্রতিনিধি এবং বিশ্ব খাদ্য সংস্থা, এসএনডি, ইউনিসেফ এবং ব্র্যাকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সম্মেলনে ড. হোসনে আরার নেতৃত্বে বাংলাদেশের ৬ সদস্য অংশ নেন। তিনি দক্ষিণ এশিয়ার মানুষের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেন। ড. হোসনে আরা খাদ্য গ্রহণের ক্ষেত্রে এর পুষ্টিমান সম্পর্কে জনগণকে সচেতন করার প্রয়োজনতীয়তার কথা তুলেছেন। এক্ষেত্রে তিনি খাদ্য ব্যবস্থাপনার দিকে সকলকে আরও বেশি নজর দেওয়ার পরামর্শ দেন।