কালশীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারী ২০১৯ ০৫:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৩ বার।

সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। 

মঙ্গলবার সকাল ৯টার দিকে কয়েকশ গার্মেন্টস শ্রমিক মিরপুরের কালশি এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এ সময় সড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে কালশীর ২২ তলা গার্মেন্টেসের পোশাক শ্রমিকরা রাস্তায় অবস্থান নেন। তাদের অবস্থানের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক করিম বলেন, মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে তারা মূল সড়কে অবস্থান নিয়েছে। ওসি নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে।

উল্লেখ্য, গত দুই দিন ধরে গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন। রোববার ও সোমবার রাজধানীর প্রবেশের মুখে বিমানবন্দর সড়ক কয়েক ঘণ্টার জন্যে অবরোধ করে রাখেন পোশাক শ্রমিকরা।