বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের আকস্মিক পদত্যাগ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারী ২০১৯ ০৫:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৫ বার।

মেয়াদ শেষ হওয়ার সাড়ে তিন বছর আগেই আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তার এ ঘোষণায় আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। খবর দ্যা গার্ডিয়ানের

জিম ইয়ং কিমের পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর হবে ১ ফেব্রুয়ারি থেকে। ২০২২ সাল পর্যন্ত তার দায়িত্ব পালনের চুক্তি ছিল। 

পদত্যাগের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে জিম ইয়ং কিম বলেন, বিশ্বব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা সত্যিই অনেক সম্মানের।

তবে কি কারণে হঠাৎ পদত্যাগের সিদ্ধান্ত সে বিষয়ে কিছু বলেননি কিম।