মাদকের বিরুদ্ধে তরুণদের জাগাতে হবে: বগুড়া জেলা প্রশাসক

মুজাহিদুল ইসলাম জাহিদ:
প্রকাশ: ২৬ জুন ২০১৮ ১১:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৫৬ বার।

তরুণদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা সবচেয়ে বেশি। হতাশা, পারিবারিক কলহ, প্রেমে ব্যর্থ, মাদক সম্পর্কে কৌতুহল কিংবা এতে আসক্ত বন্ধুদের খপ্পড়ে পড়ে তরুণরা মাদকাসক্ত হচ্ছে- পরিসংখ্যানে এমন তথ্য উঠে আসায় বগুড়ার তরুণ সমাজকে মাদক বিরোধী আন্দোলনে সামিল করার ওপর গুরুত্বারোপ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
মঙ্গলবার সকালে বগুড়ায় স্থানীয় সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবন ক্যাম্পাসে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘মাদকের কারণে অনেক শিক্ষার্থীর শিক্ষা জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। তারা কর্মক্ষমতা হারিয়ে ফেলছে। এটা চলতে দেওয়া যায় না। তাদেরকে আমাদের জাগাতে হবে।’

আয়োজকরা জানান, মাদক বিরোধী আন্দোলনে তরুণদের অংশগ্রহণ বাড়াতে এবার আলোচনার জন্য কলেজ ক্যাম্পাসকে বেছে নেওয়া হয়েছে। জেলা প্রশাসন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় আয়োজিত এই কর্মসূচীর সঙ্গে কলেজ প্রশাসন একাত্মতা ঘোষণা করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী। পরে মাদক বিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতি বছর বাংলাদেশসহ সারা বিশ্বে ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য -‘শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই হ’ল তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ’। দিবসটি উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জিরো পয়েন্ট সাতমাথা পর্যন্ত র‌্যালীর আয়োজন করা হয়। এছাড়া সাতমাথা থেকে সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবন পর্যন্ত মানববন্ধ কর্মসূচীও পালন করা হয়।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরতে গিয়ে বলেন, দু-একজন মাদক ব্যাবসায়ীর কারণে সমাজ আজ রসাতলে যাচ্ছে। মাদকাসক্ত হওয়ার কারণে সরকারি আজিজুল হক কলেজের এক শিক্ষার্থীর আটক থাকার কথা উল্লেখ করা হয়। সভায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, মাদক বিরোধী অভিযানে এ পর্যন্ত ৪১৯টি মামলায় ৬৩৭জনকে আটক করা হয়েছে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন ও মাদক দ্রব নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক দিলারা রহমান।আলোচনা শেষে গত ২৫ মে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাদক বিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।