এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের পিএস হলেন বগুড়ার সাবেক ডিসি নুরে আলম সিদ্দিকী

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৯ জানুয়ারী ২০১৯ ১৩:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৬৮ বার।

বগুড়ার সাবেক জেলা প্রশাসক মোঃ নূরে আলম সিদ্দিকীকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়( এলজিআরডি) মন্ত্রীর পিএস হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই বিষয়টি নূরে আলম সিদ্দিকী নিজেই পুণ্ড্রকথা কে নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস অ্যাক্ট, ২০১৬’ অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে।

নূরে আলম সিদ্দিকী ২০১৭ সালের ১৪ জুন বগুড়ার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন। এক বছর সুনামের সাথে দায়িত্ব পালন করে  ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে তিনি বিদায় নিয়ে নতুন কর্মস্থলে স্বাস্থ্যসেবা বিভাগে উপসচিব হিসেবে যোগদান করেছিলেন