বিরোধী দল নেতা এরশাদ, প্রজ্ঞাপন জারি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারী ২০১৯ ১৪:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৭ বার।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বিরোধী দলীয় নেতা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়। একই সঙ্গে দলের কো চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধী দলের উপনেতা করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 
এর আগে গত ৫ জানুয়ারি হুসেইন মুহম্মদ এরশাদ নিজেকে বিরোধী দলনেতা ও ছোটভাই জিএম কাদেরকে বিরোধী দলের উপনেতা ঘোষণা করে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দেন ।এর চারদিন পরই প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। 

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট। 

আর মহাজোটের অংশীজন জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। তবে পরবর্তীতে সংসদে বিরোধী দলের ভূমিকা রাখার ঘোষণা দেয় এরশাদের নেতৃত্বাধীন দলটি। আর বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট পায় মাত্র ৭টি আসন।