ঘটনাস্থল দ্বিতীয় বাইপাস মহাসড়কের মানিকচক

বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশা  ও ভটভটির সংঘর্ষে শিশুসহ নিহত ৪

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৯ জানুয়ারী ২০১৯ ১৬:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৫ বার।

বগুড়ায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ ৪ ব্যক্তি নিহত এবং আরও ২ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার মানিকচক এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে ওই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো ঃ শাখারিয়া এলাকার সামিউল ইসলামের পাঁচ বছর বয়সী ছেলে ইব্রাহিম, কর্ণপুর গ্রামের জয়নালের ছেলে সিএনজি চালিত অটোরিকশার চালক ছামেদ মোল্লা (৩০), একই গ্রামের কর্ণপুরের সাজু মিয়ার ছেলে স্বাধীন (২৭) ও কদিমপাড়ার মৃত কাশেম আলীর ছেলে মাজের আলী (৫০)। দুর্ঘটনায় শিশু ইব্রাহিমের পিতা সামিউলও আহত হয়েছে।
বগুড়ার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, দ্বিতীয় বাইপাস মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশাটি মাটিডালি থেকে সাবগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় মানিক চক এলাকার সরু একটি সড়ক থেকে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি ওই মহাসড়কে উঠছিল। এ সময় দু’টি যানের মুখোমুুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বাধীন নামে এক ব্যক্তি নিহত হয়। 
বগুড়া সদর থানার এসআই তফিজ উদ্দিন জানান, শিশুসহ আহত ৫জনের মধ্যে ৪জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং মাজের আলী নামে অপর একজনকে বগুড়া নার্সিং হোম নামে বেসরকারি একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এদের মধ্যে রাত সাড়ে ৭টার দিকে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন শিশু ইব্রাহিম মারা যায়। পরে রাত ৮টার দিকে আহত সিএনজি চালিত অটোরিকশার চালক ছামেদ মোল্লা মারা যায়। বগুড়া নার্র্সিং হোমের স্বত্বাধিকারী ডা. মুশিহুর রহমান জানান, সেখানে চিকিৎসাধীন মাজের আলী রাত সাড়ে ৯টার দিকে মারা যান।