সংসার ভাঙনের খবর দিলেন বিশ্বের শীর্ষ ধনী বেজস

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারী ২০১৯ ০৫:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৬ বার।

বিশ্বের শীর্ষ ধনীর স্থান পাওয়া অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসের ২৫ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে।

দীর্ঘদিন আলাদা থাকার পর বুধবার টুইটারে তিনি ও তার স্ত্রী ম্যাকানজি নিজেদের মধ্যে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।

৫৪ বছর বয়সী জেফ বেজসের টুইটার পোস্টে এক যৌথ বিবৃতিতে তারা বলেন, আমাদের জীবনে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা নিয়ে সাধারণ মানুষকে আমরা সতর্ক করতে চাই। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা জানেন, দীর্ঘ সময়ের ভালোবাসার অনুসন্ধানের পর আমরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। তবে বাকি জীবনে আমরা বন্ধু হিসেবে থাকতে চাই।

১৯৯৩ সালে বিয়ে করেছিলেন ম্যাকানজি-বেজস। এর এক বছর পরেই বেজস অ্যামাজন প্রতিষ্ঠা করেন। তখন থেকেই কোম্পানিটি বিশ্বের সেরা ই-কমার্স প্রতিষ্ঠান হয়ে ওঠে।

ব্লুমবার্গের কোটিপতি সূচকে, জেফ বেজসের সম্পদের পরিমাণ বর্তমানে ১৩ হাজার ৭০০ কোটি ডলার।