বগুড়ার সুহৃদদের ক্রসকান্ট্রি বাই-সাইকেল অভিযাত্রীদলের শ্রীমঙ্গল অতিক্রম

আবুজার বাবলা, শ্রীমঙ্গল উপজেলা (মৌলভীবাজার) প্রতিনিধি:
প্রকাশ: ২৮ জুন ২০১৮ ০৫:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫০৬ বার।

মাদক ও বাল্য বিয়ে বিরোধী সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার ক্রসকান্ট্রি বাই-সাইকেল অভিযাত্রী দল ২৮ জুন সকাল ১০টায় শ্রীমঙ্গল অতিক্রম করেছে।  বুধবার রাতে মৌলভীবাজার পৌঁছার পর সেখানে রাত্রী যাপন করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তারা সিলেটের তামাবিল উদ্দেশ্যে যাত্রা করেন। মৌলভীবাজার থেকে সিলেটের তামাবিল পর্যন্ত দীর্ঘ যাত্রাপথে সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেন অভিযাত্রী দল। এসময় দৈনিক সমকাল শ্রীমঙ্গল প্রতিনিধি শামিম আক্তার হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদের আবুজার বাবলা, দৈনিক করতোয়ার, আব্দুস শুকুর, আজকের প্রভাকরের ঝলক দত্ত, শ্রীমঙ্গল ব্যাবসায়ী সমিতিনেতা শামিম আহমেদ প্রমূখ তাদের স্বাগত জানান। বাই-সাইকেল অভিযাত্রী দলের প্রধান বগুড়া সুহৃদ সমাবেশের সভাপতি মুনশী তারিকুল আলম ডলার এবং অপর তিন সদস্য আব্দুল কারিম, আবুল খায়ের এবং কাওছার রহমান কানন শ্রীমঙ্গল থেকে সিলেট তামাবিল যাওয়ার পথে কমলগঞ্জের জাতীয় উদ্যান লাউয়াছড়া ফরেস্ট, সেখারকারআাদবাসী পল্লী, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। সেখানে মাদক ও বাল্য বিয়ে বিরোধী সামাজিক আন্দোলনে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ারও আহবান জানিয়ে উপজাতী মানুষ ও শিক্ষার্থীদের কাছে মাদক এবং বাল্য বিয়ের কুফল তুলে ধরবেন। যাত্রাপথে তারা বাসস্ট্যান্ড, বন্দর ও বিভিন্ন পয়েন্টে নানা শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।। ‘মাদককে না বলুন, বাল্য বিয়ে রুখে দিন’-এই শ্লোগান বুকে নিয়ে দেশের পশ্চিম সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে গত ১৯ জুন দুপুরে দেশের পূর্ব সীমান্তের সিলেটের তামাবিল স্থলবন্দরের উদ্দেশ্যে বাই-সাইকেল যাত্রা শুরু হয়। দৈনিক সমকাল-এর পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার ওই চার সদস্য আগামীকাল শুক্রবার সিলেটের তামাবিল বন্দরে পৌঁছার কথা রয়েছে।