এতো বড় জয় কারচুপির মাধ্যমে সম্ভব না: জয়

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারী ২০১৯ ০৯:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৮ বার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে তা কখনই কারচুপির মাধ্যমে আদায় করা সম্ভব না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা জানান তিনি।

জয় বলেন, 'সাম্প্রতিক নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিএনপি ও ঐক্যফ্রন্টকে বাংলাদেশের মানুষ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। তাই তারা এখন তাদের বিদেশি প্রভুদের কাছে নালিশ করছে ও সাহায্য চাইছে। আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ ও লবিং এর মাধ্যমে তারা প্রমাণ করতে চাইছে যে নির্বাচনে কারচুপি হয়েছে, যা পরিসংখ্যান মোতাবেক একেবারেই অসম্ভব।'

তিনি বলেন, 'আওয়ামী লীগ বিএনপি থেকে প্রায় ৪ কোটি ৯০ লক্ষ বেশি ভোট পেয়েছে। এতো বড় ব্যবধানের জয় কখনোই কারচুপির মাধ্যমে আদায় করা সম্ভব না। তারা (বিএনপি ও ঐক্যফ্রন্ট) বলছে ভয় ভীতির কথা, কিন্তু যদি আমরা ধরেও নেই আওয়ামী লীগের বাইরের সকল ভোট বিএনপি-জামাত এর পক্ষেই যেত, তাহলেও ২ কোটি ২০ লক্ষ ভোটের ব্যবধান থাকতো বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে।'খবর সমকাল অনলাইন