ধুনটে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো আঞ্চলিক বিশ্ব ইজতেমা

ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারী ২০১৯ ১১:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৮ বার।

বগুড়ার ধুনট উপজেলায় আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো তিন দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা। শনিবার সকাল সাড়ে ১০টায় আখেরী মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এসময় মুসুল্লীদের আমীন আমীন ধ্বনীতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। 

ইজতেমা আয়োজক কমিটি জানান, দাওয়াতে তাবলীগের মেহনত বৃদ্ধির জন্য বগুড়ার ধুনট উপজেলায় চার দশক আগে থেকে আঞ্চলিক ইজতেমা হয়ে আসছিল। এর ধারাবাহিকতায় এবারো আঞ্চলিক ইজতেমা হচ্ছে। তবে নিজেদের বিভক্তির কারনে এ বছর ধুনট উপজেলায় দু’টি ইজতেমা হচ্ছে। এরমধ্যে প্রথমে ধুনট পৌর এলাকার পূর্ব ভরনশাহী গ্রামে ইজতেমা অনুষ্ঠিত হলো। 

বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্যদিয়ে পূর্ব ভরনশাহী প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিন দিনব্যাপী ইজতেমার কার্যক্রম শুরু হয়। ইজতেমায় প্রতিদিন ফজর, যহর, আছর ও বাদ মাগরিব তাবলীগের মুরুব্বীরা বয়ান করেছেন। এ ইজতেমায় বিদেশী ৬টি দেশের মুসুল্লীরাও অংশ নিয়েছেন। শুক্রবার ইজতেমা ময়দানে বৃহৎ জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ ফজর কাকরাইলের মুরুব্বী আব্দুর রহিম বয়ান পেশ করেন। শনিবার ভোর থেকে ইজতেমা ময়দানে আখেরী মোনাজাতে অংশ নিতে ধর্মপ্রাণ মুসুল্লীরা আসতে থাকেন। সকাল সাড়ে ১০টায় কাকরাইলের মুুরব্বী মাওলানা আল ফারুক আখেরী মোনাজাত পরিচালনা করেন। প্রায় ৩০ মিনিট ব্যাপী আখেরী মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। আখেরী মোনাজাতে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ অংশ নেন। এদিকে তিন দিনে ইজতেমা ময়দানে আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম নিছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেছেন। 

ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আরিফুল্লাহ জানান, আল্লাহ’র রহমতে তিন দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ধুনট সদরে প্রথমবার এ ইজতেমার আয়োজন ছিল। তারপরও বিপুল পরিমান মুসুল্লীরা অংশ নিয়েছেন। ইজতেমা ময়দান থেকে কয়েকটি জামাত তৈরী হয়েছে। জামাত গুলো দ্বীনি দাওয়াতের মেহনতে বেরিয়েছেন।

এরপর আগামী ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি ধুনট উপজেলার সরুগ্রামে দ্বিতীয় দফায় আঞ্চলিক বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।