উদ্ধার স্বর্ণালংকারগুলো রুমি জুয়েলার্সের

নওগাঁয় ১১৩ ভরি স্বর্ণালংকার ও সাড়ে ৭ লাখ টাকাসহ ৮ ব্যক্তি গ্রেফতার

নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০১৯ ১২:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৯ বার।

নওগাঁয় চুরি যাওয়া ১১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ ৫৫হাজার টাকাসহ ৮ ব্যক্তিকে গ্রেফতার করেছ পুলিশ। রোববার দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন। তিনি জানান, উদ্ধার করা সোনাগুলো শহরের রুমি জুয়েলার্সের। গত ২ নভেম্বর জুয়েলার্স থেকে অন্তত ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি করা হয়। ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, ‘চুরি করা বাকি সোনাও খুব শিগগিরই উদ্ধার করা হবে।’

যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলো: কুমিল্লা জেলার শরনখোলা থানার পূর্ব খোন্তাকাটা গ্রামের আব্দুর রউফ ফারাজির ছেলে স্বপন ফারাজী (৪১), ফজলুল হকের দুই ছেলে রুস্তম আলী (৫৭) ও আবুল কালাম (৩৮), মুরাদনগর উপজেলার কিষ্টপুর সিদ্ধেশ্বরী গ্রামের মৃত আনু মিয়ার ছেলে জামাল (৩৭), তিতাস থানার দক্ষিন বিংলাবাড়ি গ্রামের মৃত মতিউর রহমান স্বর্নকারের ছেলে সাগর আহম্মেদ (৩৪), একই থানার মঙ্গলকান্দি গ্রামের মৃত হাবিবুল্লার ছেলে মোঃ ইয়াকুব আলী (৩৬), পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন গৌরীপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে ইউনুস আলী (৩৫) এবং একই থানার টি এন্ড টি রোডের বাসিন্দা মৃত বেলাল হাওলাদারের ছেলে হানিফ হাওলাদার (২৬)।

গেল বছরের গত ২ নভেম্বর নওগাঁ শহরের রুমি জুয়েলার্স থেকে অন্তত ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি হয়। যা নওগাঁসহ সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, সোনা চুরির এই ঘটনাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। এরই এক পর্যায়ে নওগাঁ সদর মডেল থানার ওসি আব্দুল হাইয়ের নেতৃত্বে একদল পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়।