টিএমএসএস শ্রীলংকার সঙ্গে জনশক্তি উন্নয়ন ও কারিগরি সহযোগিতা নিয়ে কাজ করবে

সংবাদ বিজ্ঞপ্তি:
প্রকাশ: ৩০ জুন ২০১৮ ১১:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০৫ বার।

বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি সংস্থা টিএমএসএস শ্রীলংকা ফাউন্ডেশনের সঙ্গে জনশক্তি উন্নয়ন, কারিগরি সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। শ্রীলংকা সফররত টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম এবং শ্রীলংকা ফাউন্ডেশনের চেয়ারম্যান সারাথ কংগাহাগে দুই প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। শনিবার বগুড়ায় টিএমএসএসের ফাউন্ডেশন অফিস থেকে ই-মেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলাহয়, শ্রীলংকার রাষ্ট্রপতির সচিবালয়ের তত্ত্বাবধানে পরিচালিত শ্রীলংকা ফাউন্ডেশন দীর্ঘদন ধরেই সেখানকার জনগোষ্ঠীর উন্নয়নে নানাভাবে কাজ করে যাচ্ছে। একইভাবে টিএমএসএস বাংলাদেশের মানুষের জীবন-মান উন্নয়নে কাজ করছে।
সমঝোতা সাক্ষর অনুষ্ঠানে অনান্যের মধ্যে শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, সেবা শ্রীলংকার মহাসচিব ও শ্রীলংকা সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব বি ভিজায়ারতে, শ্রীলংকা ফাউন্ডেশনের পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং শ্রীলংকা সফররত টিএমএসএস প্রতিনিধি দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।