বগুড়ার দুপচাঁচিয়ায় গাছের সঙ্গে ধাক্কায় বাস হেলপারের মাথা বিচ্ছিন্ন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০১৯ ১৩:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৩ বার।

বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দূর্ঘটনায় সুমন নামে বাসের এক হেলপার নিহত হয়েছে। সে শেরপুর উপজেলার চান্দাইকোনা রবোজা গ্রামের মাজেদ আলী প্রামানিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, রোববার সকালে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ার তিষীগাড়ী এলাকায় নওগাঁ থেকে কিশোরগঞ্জগামী ‘অপরূপা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৭৬২৮)  বিপরীতগামী  একটি মোটর সাইকেলকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি তালগাছের সঙ্গে স্বজোরে ধাক্কা খায়। এতে কোচের হেলপার সুমন প্রামানিকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেল চালক আব্দুল মজিদ ও তার বাবা দেলোয়ার হোসেনসহ বাসের ৬জন যাত্রী আহত হন। আহতদের দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। 
    দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।