অপারেশনের মাঝপথে ঘুমিয়ে গেলেন চিকিৎসক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০১৯ ১৩:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৯ বার।

রোগীর অপারেশনের টেবিলে রেখেই অস্ত্রোপচারের মাঝপথেই ঘুমিয়ে গেলেন এক চিকিৎসক। আর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তারই এক সহযোগী।

ঘটনাটি ঘটেছে চীনের গোয়েইজো প্রদেশের গিইয়াংয়ের ৬ নম্বর পিপলস হাসপাতালে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, গত ৪ জানুয়ারি এক অভিবাসী শ্রমিকের প্রায় ছিঁড়ে যাওয়া হাত জোড়া লাগানোর জন্য আসেন। এ সময় অর্থোপেডিক সার্জন লুও শানপেং অস্ত্রোপচারের একটা পর্যায় শেষ করে আরেকটি ওষুধ দেন।

সেটি কার্যকর হতে কিছু সময় লাগে। এ সময় ওই চিকিৎসকের কোনো কাজ ছিল না। সেই ফাঁকে টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করেন এবং ঘুমিয়ে পড়েন।

পরে চিকিৎসক লুও জানান, ওই অস্ত্রোপচারের আগে আরও পাঁচটি অস্ত্রোপচার করেছি। এর পরও ওই অভিবাসী শ্রমিকের অবস্থা গুরুতর হওয়ায় আবারও আমাকে অস্ত্রোপচার করতে হয়।

কিন্তু টানা ২০ ঘণ্টার কাজের পর অতিরিক্ত ক্লান্তির কারণে হয়তো আমি ঘুমিয়ে পড়েছিলাম।

খবর যুগান্তর অনলাইন