সংলাপের আগে ‘বিষয়’ জানতে চান ড. কামাল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০১৯ ০৫:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৩ বার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসার আগ্রহকে স্বাগত জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তবে সংলাপে যোগ দেওয়ার আগে কী বিষয় নিয়ে আলোচনা তা জানতে চান তিনি।

বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। ড. কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী সবাইকে ডাকবেন সংলাপে, একটু তো ইঙ্গিত থাকবে কী কী বিষয় নিয়ে এ সংলাপ। যদি সেটা আমাদের কাছে বিবেচনাযোগ্য হয়, তখন আমরা এ ব্যাপারে কমিটিতে সিদ্ধান্ত নেব।’

প্রধানমন্ত্রীর কাছ থেকে সংলাপের আমন্ত্রণ এলে সাড়া দেবেন কি না -জানতে চাইলে তিনি বলেন, ‘নীতিগতভাবে আমি একে একটি ইতিবাচক পদক্ষেপ বলে বিবেচনা করব। কিন্তু সেটা জানতে হবে কী প্রেক্ষাপটে এটার (সংলাপ) আয়োজন করা হচ্ছে, কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে।’

বার্তা সংস্থা ইউএনবি’র কাছেও একই কথা বলেছেন ড. কামাল হোসেন। সংলাপের আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেছেন, ‘কার্যকর পথে আরেকটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার জন্য সরকারকে আহ্বান জানাই। এখন প্রধানমন্ত্রী নিজেই সংলাপের সিদ্ধান্ত নিয়েছেন। আমি এ সিদ্ধান্তের প্রশংসা করি এবং নিশ্চতভাবেই এটি ইতিবাচক সিদ্ধান্ত। রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে যৌথসভার আগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের সংলাপের কথা জানান। তিনি বলেন, ‘গতকাল (শনিবার) দলের এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই সংলাপের কথা বলেন। তিনি জানান, নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল তাদের সঙ্গে আবারও সংলাপ হবে।’