টিভি দর্শকের রেকর্ড ভাঙল আইপিএল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২০ ১১:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৮ বার।

আইপিএলের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি মানুষ টিভিতে টুর্নামেন্টেটি দেখেছেন। প্রিমিয়ার লিগটির অফিসিয়াল ব্রডকাস্টার স্টার ইন্ডিয়া শুক্রবার জানিয়েছে, আগের বছরের চেয়ে এবার ২৩ শতাংশ বেশি মানুষ এই টুর্নামেন্ট দেখেছেন।

স্টার ইন্ডিয়ার স্পোর্টস বিভাগের প্রধান সঞ্জয় গুপ্তা বিবৃতিতে বলেছেন, ১৩তম আসর ৩ কোটি ১৫ লাখ ৭০ হাজার টিভিতে দেখা হয়েছে।

চ্যানেলটির পক্ষ থেকে বলা হয়েছে, দর্শকদের ২৪ শতাংশ ছিলেন নারী। শিশু ২০ শতাংশ।

আইপিএল নিয়ে এমনিতেই আগ্রহের কমতি নেই। আর এবার তো সবাইকে অপেক্ষায় রাখে করোনাভাইরাস। সেই কবে এপ্রিলে শুরু হওয়ার কথা ছিল, সেটা পেছাতে পেছাতে চলে আসে সেপ্টেম্বরে।

ভারতে করোনা-পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় টুর্নামেন্টের জন্য সংযুক্ত আরব আমিরাতে যায় বিসিসিআই। তবে সেখানেও দর্শক ঢোকার সুযোগ ছিল না। ফলে ছোটপর্দায়ই সবাই আইপিএল উপভোগ করেন।

ভারতীয় দর্শকেরা বিভিন্ন উপায় খুঁজে নিয়েছেন আইপিএল খেলা দেখার জন্য। স্ট্রিমিং সাইটে আগে খেলা দেখা গেলেও দর্শকেরা এবার টিভিতে চোখ রাখেন বেশি। এবার ভারতে মোট ২৪টি চ্যানেল আইপিএল দেখায়। শুধু প্রথম ম্যাচ দেখার জন্যই ২০ কোটি মানুষ টিভি খুলে বসেছিলেন।

চেন্নাই ও মুম্বাইয়ের ওই ম্যাচ, ১৩ বছর পুরোনো এক রেকর্ড ভেঙে দেয়। আইপিএলের প্রথম ম্যাচে ২০০৮ সালের ১৮ এপ্রিল মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। সে ম্যাচ দেখতে ভারতে টিভির সামনে বসেছিলেন ১৯ কোটি ৫০ লাখ মানুষ।