‘জামায়াত নিয়ে ড. কামালের বক্তব্য ঐক্যফ্রন্টের নয়’

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০১৯ ০৮:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮২ বার।

জামায়াতকে নিয়ে ড. কামাল হোসেন যে বক্তব্য দিয়েছেন তা জাতীয় ঐক্যফ্রন্টের বক্তব্য নয় বলে জানিয়েছেন ফ্রন্টের মুখপাত্র ও বিএনিপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে হজরত শাহজালালের মাজার জিয়ারতকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত শনিবার আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নির্বাহী কমিটির সভা শেষে জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে বিএনপিকে রাজনীতি করার আহ্বান জানান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

তিনি বলেন, ‘জামায়াতকে নিয়ে কোনোদিন রাজনীতি করিনি, করবও না। জাতীয় ঐক্যের জন্য বিএনপিকে জামায়াত ছাড়তে হবে, এ কথা এখন বলাই যায়।’ এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জামায়াত নিয়ে কামাল হোসেনের বক্তব্য গণফোরামের। এটা ঐক্যফন্টের বক্তব্য নয়। তিনি বলেন, আমরা নিজেদের মধ্যে এ নিয়ে এখনো কোনো আলাপ আলোচনা করিনি।

জামায়াত ইস্যুতে ঐক্যফ্রন্টে ফাঁটল ধরবে কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ঐক্যফ্রন্টে কোনো ফাটল ধরার সুযোগ নাই। অটুট থাকবে। কারণ আমরা অভিন্ন দাবিতে একসঙ্গে আন্দোলন করছি।

প্রসঙ্গত, ভোটের দিন সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম নিহত হওয়ার ঘটনা খতিয়ে দেখতে ও তার স্বজনদের সান্ত্বনা দিতে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা আজ সিলেটে অবস্থান করছেন।খবর যুগান্তর অনলাইন