শিবগঞ্জে বিজয়া পুনর্মিলনীতে মিলন মেলা

শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২০ ১১:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩২ বার।

বগুড়ার শিবগঞ্জে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলায় পরিণত হয়েছে। শারদীয়া দুর্গাপূজা শেষে বানাইল বারোয়ারী কেন্দ্রীয় শিব মন্দির কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে উপজেলার বানাইল বারোয়ারী কেন্দ্রীয় শিব মন্দির প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক।


এতে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি ডা. দেবাশীষ কুমার গুপ্ত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান, ওয়ার্ড কাউন্সিলর আসম শামছুদ্দোহা শামীম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ণ কানু, হিন্দু ধর্মীয় কল্যাণ টাস্টের সাবেক টাস্টি অ্যাডভোকেট উজ্জল প্রসাদ কানু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু মহাজোটের আহবায়ক ডা. মোহন লাল কানু, মন্দির কমিটির সাধারণ লক্ষ্মী নারায়ণ দাস সংগ্রাম, কোষাধ্যক্ষ গণেশ প্রসাদ কানু, উপজেলা হিন্দু মহাজোটের সদস্য সচিব আশীষ কুমার রায় প্রমুখ।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ হল সব ধর্মের মানুষের সম্প্রীতি ভূমি। আবহমান কাল ধরে এখানকার মানুষ জাত,পাতের ঊর্ধ্বে ঊঠে এক সাথে বসবাস করে আসছে।


এসময় উপস্থিত ছিলেন রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, উপজেলা কৃষক লীগের সভাপতি লুৎফর রহমান, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম, মাজেদা বেগম, শাহানাজ বেগম  প্রমুখ। শেষে বিজয়া পুনর্মিলনী সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলায় পরিণত হয়।