আদমদীঘির মুরইল বাজারে অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষঃ আহত ৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২০ ১২:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৪ বার।

আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড বাজারে ইজারাদার কর্তৃক অতিরিক্ত হারে টোল আদায়কে কেন্দ্র করে এক সংঘষে অন্তত ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে আপেল, সবুজ ও হামিদুলকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শাস্ত হলেও চাপা উত্তেজনা বিরাজ করছে। এ রির্পোট লেখা পর্যন্ত মামলা দায়ের হয়নি। 
 

জানা যায়, আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড বাজারে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে একটি মহল অবৈধ ভাবে শতাধিক দোকানপাট গড়ে তুলেছেন। নসরতপু ইউপির মুরইল বাসস্ট্যান্ড এলাকায় বসা হাট ও বাজার সরকারি ভাবে ইজারা প্রদান করা হয়। ব্যবসায়ী চপল, আপেলসহ অনেকের অভিযোগ হাট ইজারাদার প্রত্যহ সরকারি নির্ধারিত মীল্যের চেয়ে অতিরিক্ত হারে টোল আদায় করছিল।  শনিবার সকালে সড়ক ও জনপদের জায়গায় অবস্থান করা দোনানীদের নিকট ফের অতিরিক্ত হারে টোল আদায় করতে বাঁধা দেয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৫জন আহত হয়। পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও চাপা উত্তেজনা বিরাজ করছে। বাজার ইজারাদার জয়নাল আবেদীন জানায় অতিরিক্ত টোল আদায় করা হয়নি।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, এখনও মামলা হয়নি