৬ ক্যাটাগরিতে বগুড়ায় এবার ২১ পুলিশ সদস্য পুরস্কৃত

অরূপ রতন শীল
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০১৯ ০৯:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৮ বার।

বগুড়ায় ডিসেম্বর মাসের কার্যসম্পাদনের ভিত্তিতে  ছয় ক্যাটাগরিতে এবার ২১ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। সোমবার  সকাল ১০ টায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে মাসিক কল্যাণ এবং অপরাধ সভায় বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তাদের পুরষ্কৃত করেন।

চৌকস কার্য সম্পাদন’, ‘শ্রেষ্ঠ আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী’, ‘গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী’ ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী’,  ‘সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারীএবং শ্রেষ্ঠ টিআই এই ছয়  ক্যাটাগরিতে সেরা পুলিশ সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট , নগদ অর্থ সনদ তুলে দেওয়া হয়।

বগুড়ায় পুলিশের মিডিয়া বিভাগের প্রধান এবং অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ওই ছয় ক্যাটাগরিতে এএসআই, এসআই, সার্জেন্ট, ট্রাফিক ইন্সপেক্টর ও ইন্সপেক্টরদের পুরষ্কারের জন্য নির্বাচিত করা হয়। এর আগে গত ভেম্বর  মাসে ছয় ক্যাটাগরিতে ১৯ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছিল।

চৌকস কার্য সম্পাদনকারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন যথাক্রমে- ডিএসবি বগুড়ার নজরুল ইসলাম, উপশহর পুলিশ ফাঁড়ির আঃ কুদ্দুস,শিবগঞ্জ থানার মোস্তাফিজুর রহমান এবং সদর থানার রহিম উদ্দীন। শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন যথাক্রমে- সদর থানার আব্দুস সালাম, ,শিবগঞ্জ থানার রফিকুল ইসলাম এবং সান্তাহার পুলিশ ফাঁড়ির আহম্মাদ রুস্তম ফারুক।

শ্রেষ্ঠ আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী হিসেবে পুরস্কার পেয়েছেন জেলা গোয়েন্দা শাখার  এসআই ফারুক হোসেন।

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী হিসেবে পুরস্কার পেয়েছেন গাবতলী মডেল থানার ইন্সপেক্টর সনাতন চন্দ্র সরকার।

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে পুরস্কার পেয়েছেন যথাক্রমে– শাজাহানপুর থানার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ এবং  শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শামীম আক্তার।

সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী নির্বাচিত হয়েছেন সদর ট্রাফিকের সার্জেন্ট গোপাল চন্দ্র মন্ডল।

শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টরের (টিআই) পুরষ্কার পেয়েছেন সদর ট্রাফিকের ইন্সপেক্টর আনোয়ার হোসেন।

ওই সভায় পুলিশ বাহিনীর আরও ১০ সদস্যকে অর্থ পুরস্কারে পুরস্কৃত করা হয়। তারা হলেনঃ  সারিয়াকান্দি থানার এসআই ছাম্মাক হোসেন। এছাড়া এএসআই পদে অর্থ পুরস্কার লাভ করেন যথাক্রমেসদর থানার আব্দুস সালাম, জিয়াউর রহমান, শাহাদত হোসেন এবং এরশাদ সরকার,কাহালু থানার মোজাম্মেল হক ও আতাউর রহমান এবং শিবগঞ্জ থানার মামুনুর রশিদ।

এছাড়াও সভায় বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে সদ্য অবসরে যাওয়া জন পুলিশ সদস্যকে বিদায়ী সম্মাননা দেয়া হয়।

বগুড়া সদর সার্কেলের শিক্ষানবীশ সহঃ পুলিশ সুপার রোকসানা ইসলাম সুজানার সঞ্চালনায়  সভায় জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারের মধ্যে  আরিফুর রহমান, সফিজুল ইসলাম ও আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে সনাতন চক্রবর্তী, গাজিউর রহমান,আনোয়ার হোসেন ও আলমগীর হোসেন , সহকারী পুলিশ সুপার হেলেনা আকতার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল থানার ওসি উপস্থিত ছিলেন। এছাড়াও ওই সভায়  উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল ও কলজের অধ্যক্ষ শাহদত আলম ঝুনু এবং ডাঃ অসীম কুমার সাহা।