ডিবি পুলিশের অভিযান

বগুড়ায় ১০০ বোতল ফেন্সিডিল ও ২০০০ পিস ইয়াবাসহ ৫ ব্যক্তি গ্রেফতার

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০১৯ ১৬:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৮ বার।

বগুড়ায় ১০০ বোতল ফেন্সিডিল এবং দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সদর থানার শিববাটি কলেজ রোডের সামনে থেকে সকাল সাড়ে ১০ টায় ফেন্সিডিলের বোতলসহ দুইজন এবং বাঘোপাড়া বাজারের আল-আরাফাত সুপার মার্কেটের সামনে থেকে বেলা ১২ টায় ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। 
ফেন্সিডিলসহ গ্রেফতারকৃত দুইজন হলো- দিনাজপুরের হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেবপুরের মৃত আশরাফ আলীর ছেলে সবুজ শেখ (২৫) ও বগুড়া সদরের বৃন্দাবনপাড়ার মনতেজার রহমানের ছেলে রাসেল ইসলাম (৩৭)। ইয়াবাসহ গ্রেফতারকৃত তিনজন হলো- বগুড়া সদরের বৃন্দাবনপাড়ার আসাদুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম রাব্বী (২১), চকসুত্রাপুরের আব্দুল মোতালেব ব্যাপারীর ছেলে রাসেল ব্যাপারী (২৮) ও উত্তর গোদাপাড়ার সেলিমের ছেলে ইমরান হোসেন (২২)। 

বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, চোরাচালান ও মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালানোর সময় সকাল সাড়ে ১০টায় শিববাটি কলেজ রোডের মেসার্স সেবা ট্রেডার্সের সামনে পাকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে আটোক করা হয়। এরপর তাদের দেহ তল্লাশি করে সবুজ শেখের ডান হাতে থাকা সাদা রঙের প্লাস্টিকের বস্তার মধ্যে থেকে ৮০ বোতল এবং রাসেলের ডান হাতে থাকা সাদা রঙের প্লাস্টিকের বস্থার মধ্যে থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এরপর ডিবি সদস্যরা বেলা ১২ টায় সদর থানার বাঘোপাড়া বাজারের আল-আরাফাত সুপার মার্কেটের আশা ইলেক্ট্রোনিক দোকানের সামনে পাকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা তিন ব্যক্তিকে আটক করে। তাদের দেহ তল্লাশি করার সময় রাকিবুল ইসলাম রাব্বীর ডান পকেট থেকে নীল রঙের ৫টি পইলিথিন প্যাকেটের মধ্যে ১৮৫০ পিস , রাসেল ইসলাম ব্যাপারীর প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস এবং ইমরান হোসেনের বাম প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার ওই পাঁচজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ডিবির সাব ইন্সপেক্টর নাছিম উদ্দিন মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন।