ব্রেক্সিটের ভোট দিতে সন্তান জন্মদানের তারিখ পেছালেন টিউলিপ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারী ২০১৯ ০৬:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৩ বার।

যুক্তরাজ্যের পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তির ওপর মঙ্গলবারের ভোটে অংশ নিতে বিরোধী লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক সন্তান জন্মদানের তারিখ পিছিয়ে দিয়েছেন।

ইভনিং স্ট্যান্ডার্ড পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের সোমবার বা মঙ্গলবার অস্ত্রোপচারের মাধ্যমে দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার কথা। কিন্তু তিনি সন্তান জন্ম দেওয়ার তারিখ দুই দিন পিছিয়েছেন। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের এমপি টিউলিপকে মঙ্গলবার তার স্বামী ক্রিস পার্সি হুইলচেয়ারে করে পার্লামেন্টে নিয়ে যাবেন।

দ্বিতীয় সন্তান জন্মদানের জন্য আগামী ৪ ফেব্রুয়ারিতে তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু ডায়াবেটিসসহ কিছু জটিলতা দেখা দেওয়ায় হ্যাম্পস্টেডের রয়্যাল ফ্রি হাসপাতালের চিকিৎসকরা অস্ত্রোপচারের তারিখ এগিয়ে সোমবার বা মঙ্গলবার করার পরামর্শ দিয়েছিলেন। পরে টিউলিপ চিকিৎসকদের সঙ্গে কথা বলে তারিখ দুই দিন পিছিয়ে বৃহস্পতিবার করার অনুরোধ জানান।

টিউলিপ বলেন, রয়্যাল ফ্রি হাসপাতাল তাদের নিয়মকানুন ও স্বাস্থ্যসেবার মানের বিষয়ে অত্যন্ত কঠোর। আমার গর্ভাবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও আমি চিকিৎসকদের পরামর্শের বিপরীতে গিয়ে এ সিদ্ধান্ত নিয়েছি। তারা আমাকে এটি করতে নিষেধ করেছিলেন।

তিনি আরও বলেন, আমাকে ভোট দিতে যাওয়ার জন্য কেউ চাপ দেয়নি। কিন্তু এটি আমার জীবনের সবচেয়ে বড় ভোট। আমি আমার স্বামীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। সে আমাকেই সিদ্ধান্ত নিতে বলেছে এবং আমার সিদ্ধান্তের প্রতি তার পূর্ণ সমর্থন আছে। আমি আমার বাচ্চার ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছি। তবে যদি কোনো জরুরি পরিস্থিতির সৃষ্টি হয় তবে অবশ্যই সবার আগে আমি আমার সন্তানের সুস্থতার কথা ভাবব।