বিউগলের করুণ সুর আর ফুলেল শ্রদ্ধায় আলী যাকেরকে বিদায়

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০ ০৯:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৯ বার।

মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গনে সহকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের শ্রদ্ধায় ভাসলেন একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আলী যাকের। শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংস্কৃতিক এ ব্যক্তিত্ব। একজন মুক্তিযোদ্ধা এবং জাদুঘরটির অন্যতম ট্রাস্টি ছিলেন তিনি। তাই শ্রদ্ধা জানাতে মরদেহ নিয়ে যাওয়া হয় সেখানে।  

বেলা সাড়ে ১১টায় তার মরদেহ মুক্তিযুদ্ধ জাদুঘরে নেয়া হয়। এ সময় আলী যাকেরকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন দেশের শিল্প-সংস্কৃতি ও নাট্যাঙ্গনের বিশিষ্টজনরা। এ সময় বিউগলের করুণ সুরে জানান শেষ শ্রদ্ধা।  বেলা আড়াইটা পর্যন্ত চলে শ্রদ্ধা নিবেনদ। খবর সমকাল অনলাইন 

গত চার বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন আলী যাকের। গত ১৫ নভেম্বর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তির পর সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংস্কৃতিক এ ব্যক্তিত্ব।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি নাট্যজন স্ত্রী সারা যাকের, ছেলে নাট্যাভিনেতা ইরেশ যাকের, মেয়ে রেডিও উপস্থাপক শ্রিয়া সর্বজায়াসহ অসংখ্য ভক্ত ও অনুরাগী রেখে গেছেন।